সংবাদ শিরোনামসব সংবাদ

পর্যটন শিল্পকে বিশ্বের বুকে তুলে ধরতে হবে : মেনন

28দেশের পর্যটন শিল্পকে বিশ্বের বুকে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, ‘পর্যটন শিল্প বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা পরিবর্তন করে দেবে।’
শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়নে ‘ভিজিট বাংলাদেশ-২০১৬’ এর ক্যাম্পেইন উপলক্ষে এক সাংবাদিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এভিয়েশন অ্যান্ড টুরিজ্যম জার্নালিস্ট ফোরাম ও অফরোড বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘নদী-নালা,পাহাড়-পর্বতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে উপস্থাপন করতে পারিনি। দেশের পর্যটন শিল্পকে সুন্দরভাবে তুলে ধরতে পারলে বিদেশিরা আকৃষ্ট হবেন।’

বাংলাদেশকে প্রাচীন সভ্যতার দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এদেশে প্রায় ৫০০ বৌদ্ধ স্থাপনা রয়েছে।অসংখ্য ইসলামী সংস্কৃতির নিদর্শন এদেশে রয়েছে। সাংবাদিক নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী,পর্যটন বোডের প্রধান  আখতারুজ্জামান খান কবির প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.