সংবাদ শিরোনামসব সংবাদ

ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি : মুজাহিদের ছেলে

32জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন তার ছেলে আলী আহম্মদ মাবরুর। তিনি বলেন, আমার বাবা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আজ বুধবার দুপুরে আপিল বেঞ্চে মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আলী আহম্মদ মাবরুর বলেন, তার বাবা কোনো অপরাধে জড়িত ছিলেন না। বিষয়টি আইনজীবীরা অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করলেও আদালত সেটি বিবেচনায় নেননি।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম, রিভিউ আবেদনটি গ্রহণ করা হবে। কিন্তু তা খারিজ হওয়ায় আমরা হতাশ হয়েছি। ন্যায়বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি। মাবরুর বলেন, আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বাবার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবো। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় এবং তিনি নিজেই তা সিদ্ধান্ত নিবেন বলেও জানান মাবরুর।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.