Leadসব সংবাদ

নৌ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেবে মালিকরা

  

 নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক প্রদান করবেন মালিকগণ। এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটরিং করবে নৌ পরিবহন অধিদপ্তর।

বুধবার (২৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের দাবীনামার বিষয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সাথে ত্রি-পক্ষীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানের বিষয়ে মনিটরিং এর জন্য নৌ পরিবহন অধিদপ্তর তাদের বার্ষিক সার্ভে চেক লিস্টে অন্তর্ভূক্ত করবে। এ খাতের শ্রমিকদের খাদ্যভাতা প্রদানের বিষয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। এ প্রসঙ্গে আন্ত: মন্ত্রণালয় বৈঠক করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। তৈলবাহী জাহাজ ট্যাংকারের ভাড়া বাড়ানোর দাবী তুললে এ বিষয়ে আগের সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এছাড়া মালিকগণ তৈল পরিবহন রুটে নিয়মিত ড্রেজিং  এর অনুরোধ করেন।

 বৈঠকে নৌ পরিবহন শ্রমিকদের প্রোভিডেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড গঠনের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে তা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়। শংখ নদীর মুখে ড্রেজিং করে জাহাজ চলাচল নিরাপদ করতে শ্রমিক নেতৃবৃন্দ নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

 এছাড়া প্রটোকল রুটে চলাচলকারী জাহাজের শ্রমিকদের ভারতে ল্যান্ডিং পাসের বিষয়ে বাংলাদেশ অভ্যান্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি ভারতের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে তোলা হবে বলে জানান। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দকে তাদের ২৯ নভেম্বর মধ্য রাত থেকে আহুত কর্মবিরতি প্রত্যাহরের আহবান জানান। 

 বৈঠকে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একে এম মিজানুর রহমান, বিআইডাব্লুটিএ এর চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল-ইসলাম, নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জরিপকারক মোঃ মনঞ্জুরুল কবীর, বাংলাদেশ প্রট্রোলিয়াম ট্যাংকার্স ওনার্স এসোসিয়েশন এর সভাপতি খন্দকার মশিউজ্জামান রুমেল, সাধারণ সম্পাদক হাসামুল বারী, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।