নিলয় হত্যায় আমরা জড়িত নই, তবে অভিনন্দন: আনসারুল্লাহ

আগস্ট ২১, ২০১৫

Niloyঢাকা জার্নাল: ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম। তবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

নিলয় হত্যার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এর সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত এবং সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান প্রকাশ করল সংগঠনটি।

জিহাদলজি.নেট নামের এক ওয়েবসাইটে ১৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে হত্যার দায় অস্বীকার করা হয়।

নিলয় হত্যার পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা ‘আনসার আল-ইসলাম’ নামে একটি জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আনসার অাল-ইসলাম, বাংলাদেশ’-এর সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের কোনো সম্পর্ক নেই। তবে এ হত্যাকাণ্ড সংগঠিত করায় আনসার আল-ইসলাম, বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম এবং একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।

এর আগে অাইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার তরফে দাবি করা হয়, আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পর্ক আছে আনসার আল-ইসলাম বাংলাদেশের। তারাই বিভিন্ন সময় ব্লগার হত্যার সঙ্গে জড়িত ছিল বলে বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর।

গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় নীল।

ঢাকা জার্নাল, আগস্ট ২১, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.