সংবাদ শিরোনামসব সংবাদ

নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে : বার্নিকাট

44ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এক সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে (ইএমকে সেন্টার) জেন্ডার সেমিনার সিরিজ এবং উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফিল্ম স্ক্রিনিং সিরিজ ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নারী নির্যাতন প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের কথা উল্লেখ করে বার্নিকাট বলেন, এ দেশের ৮৭ শতাংশ বিবাহিত নারী জীবনের কোনো না কোনো সময়ে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হন। এ অবস্থার পরিবর্তন আনতে হবে।   তিনি আরো বলেন, ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইনে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ ক্যাম্পেইন যাতে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কমিউনিটিতে পরিচালনা করা হয় সে আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক (প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লমেসি) এঞ্জেলা পি এগেলার বলেন, নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্বে এগিয়ে যাওয়া ছাড়া নির্যাতনমুক্ত সমাজ গঠন করা কোনো দেশের পক্ষেই সম্ভব হবে না। এটা না হলে বৈশ্বিক উন্নয়নও সম্ভব নয়। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউএসএআইডি বাংলাদেশের উপপরিচালক ক্রিস্টিন কোল, ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক পুরস্কার ‘নারী সাহসিকা ২০১৫’ প্রাপ্ত সাংবাদিক নাদিয়া শারমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ বিন মাসুদ বক্তব্য দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.