Lead

নভেম্বরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ এই জোটের নতুন চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌরভ কুমারের সঙ্গে এদিন দুপুরে বিমসটেক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘এবার ভারত থেকে বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল মনোনীত হবেন। ফলে নতুন চেয়ার বাংলাদেশ এবং ভারতের নতুন সেক্রেটারি জেনারেল একইসঙ্গে যেন কাজ করতে পারেন, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

বিমসটেককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে এবং কীভাবে জোটের অগ্রগতি করা যায়, সেটি নিয়ে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব জানান, আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে জোটের সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’