Lead

নতুন ২৪ টিটিসি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে দক্ষ জনশক্তি তৈরি ও রফতানির উদ্দেশ্যে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রস্তুত। আগামী ২৮ জুলাই (বৃহস্পতিবার) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ২৪টি টিটিসি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের মূল অনুষ্ঠান হবে রাজধানীর ওসমানী মিলনায়তনে। ২৪ উপজেলায় এই নতুন টিটিসি তৈরি করা হয়েছে। এর আগে, এখানে কোনও প্রশিক্ষণ কেন্দ্র ছিল না, যার কারণে বিদেশ গমনেচ্ছুদের আশেপাশের জেলায় যেতে হতো।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনকালে চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রথম পর্যায়ে গৃহীত “৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন” শীর্ষক প্রকল্প ২০১৫ সালের ২৪ নভেম্বর একনেকে অনুমোদিত হয়। বর্তমানে প্রকল্পটি ১ হাজার ৬৬৭ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৪০টির মধ্যে ইতোমধ্যে নির্মিত ২৪টি উপজেলায় ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অবশিষ্ট ১৬টির নির্মাণ কাজও অতিদ্রুতই সম্পন্ন হবে বলে জানিয়েছে বিএমইটি।