স্পটলাইট

নগর ভবন ঘেরাও করেছে নটর ডেম শিক্ষার্থীরা

রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে নগর ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট থেকে দাবি-দাওয়া জানানো হয়। এরপর একটি র‍্যালি নিয়ে নগর ভবনের দিকে যায় তারা এবং র‌্যালিটি নগর ভবন ঘেরাও করে। নগর ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সরকারি পরিবহনের দুর্ঘটনায় আমাদের সহপাঠী নিহত হয়েছেন। আমরা এই ঘটনায় দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি চাই।

শিক্ষার্থীরা বলেন, নটর ডেম থেকে যেসব শিক্ষার্থী বেরিয়েছে তারা অনেকেই আজ সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সিটি করপোরেশনেও অনেকেই কর্মরত আছেন। বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনেও রয়েছেন। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সহযোগিতা করার জন্য।

এর আগে আন্দোলনরত নটরডেমের শিক্ষার্থীরা সকালে রাজধানীর গুলিস্তান এলাকার সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। পরে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।