বিনোদন

ধর্ষকদের কঠিন শাস্তি প্রসঙ্গে যা বললেন অভিনেতা দেব

ঢাকা জার্নাল ডেস্ক

ওপার বাংলার কলকাতায় আরজি কর ধর্ষণকাণ্ডের পর এবার দশ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় উত্তপ্ত জয়নগর। গত ৪ অক্টোবর দুপুরে মহিশমারিহাট এলাকায় ঘটে এই ঘটনা। খবরটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় পুরো শহর এবং দেশেও। পুলিশের ফাঁড়ি ভাঙচুর করে স্থানীয়রা। স্কুলছাত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছে- ধর্ষণের পর খুন করা হয়েছে তাদের মেয়েকে।

এদিকে নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লিতে ১৬ বছরের এক নাবালিয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। একের পর এক এমন ঘটনায় যখন রাজ্যবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে, ঠিক তখনই এ নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ও টালিউড তারকা দেব।

শনিবার (৫ অক্টোবর) বারুইপুরে ‘টেক্কা’ সিনেমার প্রচারণায় যান অভিনেতা দেব। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত। তাদের মধ্যে এমন ভয়-ভীতি কাজ করানো উচিত, যাতে পরবর্তীতে কেউ আর এসব করার কথা না ভাবে।’

এ বক্তব্যের ব্যাখ্যায় দেব জানান, তিনি একজন সংসদ দস্য এবং এ কারণে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে সবাই মিলে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।

এ ব্যাপারে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এ ঘটনা খুবই নিন্দনীয় ও জঘন্য সামাজিক অপরাধ। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। কিন্তু ঘটনাচক্রে বিচ্ছিন্নভাবে ঘটছে। সেসব কঠোরভাবে মোকাবিলা করতে হবে। যারা নারীদের ওপর পাশবিক আক্রমণ করে, তাদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত তাদের। রাজ্যটা গণতান্ত্রিক। এ কারণে এসব কাজ আমরা করতে পারি না। ’

এ নেতা গ্রামবাসীদের উদ্দেশে বলেন, গ্রামবাসীর কাছে অনুরোধ করব, আপনাদের ক্ষোভ, আবেগ আমরা সমর্থন করছি। আপনাদের সঙ্গে সমব্যথী আমরা। দয়া করে আপনারা কেউ বিরোধীদের, যারা খুনের রাজনীতি করতে চাচ্ছে, তাদের সেসব করতে দেবেন না।’