Leadসংবাদ শিরোনামসব সংবাদ

দলীয় প্রতীকেই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের

11সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে পাশকৃত আইনের অধীনেই দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এনিয়ে সরকার বিকল্প কিছু ভাবছে না। মন্ত্রী আজ চট্টগ্রামের ইছা নগরে নবনির্মিত হাজি আরবান আলী সড়ক উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প হিসেবে মাত্র সাত মাসে আড়াই কিলোমিটারের এ সড়কটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। রিজিড পেভমেন্ট- এ নির্মিত এ সড়কটির নির্মাণ ব্যয় নয় কোটি আটত্রিশ লাখ টাকা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি নির্মাণ করেছে। সড়কটি নির্মাণের ফলে এ এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ড, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্যবন্দরসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ও বেশ কিছু গ্রামের জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন হবে। মন্ত্রী এ সময় চট্টগ্রামের উন্নয়নে গৃহীত সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বহু প্রত্যাশিত কর্ণফুলী টানেলের প্রস্তুতিমূলক কাজ শেষের পথে। ঋণদানকারী প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংকের প্রতিনিধিদল ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। অতিদ্রুত ইআরডি’র সাথে ঋণচুক্তি সম্পাদিত হবে। আগামী মার্চ-এপ্রিলে টানেলের মূল কাজ শুরু হবে বলে তিনি জানান। তিনি বলেন, ৩য় কর্ণফুলী সেতুর উভয় প্রান্তে আট কি.মি. সড়ক তিনশ’ চার কোটি টাকা ব্যয়ে ৬ লেনে উন্নীত করার কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে দরপত্র আহ্বানসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। তিনি বলেন, অন্যান্য সড়কসমূহের উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে। সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.