সব সংবাদ

তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় মধ্যরাতে বোমা হামলায় নিহত ১, আহত শতাধিক

22ঢাকা: রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় গভীর রাতে বোমা হামলায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। এদের মধ্যে ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭ জন মিটফোর্ড হাসপাতালে ও ১৬ জন মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল শুক্রবার দিবগত রাত পৌনে দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা এ সময় ওই এলাকায় মোতায়েন ছিলেন। নিহত কিশোরের নাম সাজ্জাদ হোসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।

 পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দুইটার দিকে তাজিয়া মিছিল বের করারি প্রস্তুতির সময় হোসেনী দালন চত্বরে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়াও কালো স্কসটেপ দিয়ে পেচানো অবিস্ফোরিত আরও দুটো বোমা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মো: আজিজুল হক।

মি: হক জানান, বোমাগুলো গ্রেনেড জাতীয়।
সন্দেহজনকভাবে তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কারা , কিভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন ধারণা দিতে পারেনি পুলিশ।

বোমা বিস্ফোরণের ঘটনা বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিজুল হক।
তবে পুলিশ বলছে তাজিয়া মিছিল উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল যা এর আগে কখনও নেয়া হয়নি।

নবী মুহাম্মদের সা. দৌহিত্র ইমাম হোসাইন স্মরণে হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে আশুরা পালন করে থাকে শিয়া ধর্মাবলম্বীরা । আজ আশুরা উপলক্ষেই তাজিয়া মিছিলের জন্য মধ্যরাতের পর শিয়া ধর্মাবলম্বীরা জড়ো হচ্ছিলেন হোসেনী দালান চত্বরে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.