Leadসংবাদ শিরোনাম

তসলিমা নাসরীনের বিরুদ্ধে ভারতে মামলা

toslemaঢাকা জার্নাল: ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেয়ার অভিযোগে ‘বিতর্কিত’

লেখিকা তসলিমা নাসরীনের বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ এ মামলায় বৃহস্পতিবার এফআইআর নথিভূক্ত করেছে।

গত ৬ নভেম্বর এক টুইটে বাংলাদেশের এ  ‘নির্বাসিত’ লেখিকা ইমামদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন।

এ প্রেক্ষিতেই গত বুধবার রাতে উত্তর প্রদেশের দরগা-এ-আলার ‘সাজ্জাদানাসিন’ মৌলানা সুভান রেজা খান সুভানি মিয়ার ছেলে রেজা খান নূরী মিয়া বেরিলি জেলায় কতোয়ালি থানায়  এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, তসলিমা নাসরীন তার টুইটে ইমামদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা মুসলিম সম্প্রদায়ের অনুভূূতিতে আঘাত করেছে।

এ কারণে তসলিমাকে গ্রেপ্তার এবং  তার পাসপোর্ট  জব্দ করার দাবি জানান রেজা খান নূরী মিয়া।

অবশ্য এফআইআর এর আগেই গত বুধবার সন্ধ্যায় এ ঘটনায় একটি ফতোয়াও জারি করা হয়।

কয়েকদিন আগে উত্তর প্রদেশের মৌলানা তৌকির রাজা খানের কাছে ভোটের জন্য সমর্থন চান আম-আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এ নিয়ে তসলিমা তার টুইটে মন্তব্য করেন। সেই মন্তব্যের জেরেই এ অভিযোগ দায়ের করা হয়।

image_htthhhবর্তমানে দিল্লিতে অবস্থানরত তসলিমা নাসরীন বার্তা সংস্থা পিটিআইকে এক প্রতিক্রিয়ায় বলেছেন, টুইটারে এ মন্তব্যে কী সমস্যা হয়েছে তা আমি জানি না। আমি যা সত্য মনে করেছি সেটাই লিখেছি।

ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে বাক-স্বাধীনতার অধিকার সবারই আছে বলে মনে করেন এ লেখিকা।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ৫, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.