Leadশীর্ষ সংবাদ

তপশিল ঘোষণা পর্যন্ত বিএনপির সুযোগ থাকছে

images (4)ঢাকা জার্নাল : নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার সময় থাকবে তপশিল ঘোষণার আগ পর্যন্ত।

বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে এ কথা বলেন।   

তিনি বলেন, তপশিল ঘোষণার আগ পর্ন্ত বিএনপি নির্বাচনকালীন সরকারে আসতে পারবে।

মন্ত্রিসভার আকার নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২৫ জনের মতো হতে পারে।  

পুরাতন মন্ত্রীদের কত জন থাকছেন এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ারের বিষয়। এ সব কিছুই সিলগালা করা আছে।

তবে বিএনপির অংশ নেওয়ার ক্ষেত্রে আকার বাড়ার আভঅস দিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, বিরোধী দল যদি আসে তাহলে বিবেচনা (কনসিডার) করা হতে পারে।

তপশিল ঘোষণার পরে বিএনপি অংশ নিতে পারবে কিনা এমন প্রসঙ্গে ইলেকশন সিডিউল হওয়ার পরে তো আর কথা থাকে না।

বিএনপি নেতা ফরকরুলেল বক্তব্য নিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ঊনি স্বীকার করে নিয়েছেন বিএনপি সহিংসতার রাজনীতি করে। ছাত্রদলের এক নেতার গ্রেফতারের পর দলের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে। তাতে ফকরুল ইসলাম সমর্থন তার সমর্থন দিয়ে বেশী করে গাড়ি ভাঙ্গার রাজনীতি করেন।

ওবায়দুল কাদের সহিংসতার রাজনীতি পরিহার করে সুস্থ ধারা রাজনীতি করার আহবান জানান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.