তথ্য প্রদানের নির্ধারিত দিনে মন্ত্রী-সচিব না থাকায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মূলগেট বন্ধ

আগস্ট ৯, ২০১৫

11846366_725700980896756_945651393_nঢাকা জার্নাল: গেজেট সংক্রান্ত্র তথ্য প্রদানের নির্ধারিত দিনেও  মন্ত্রী-সচিব না থাকায় সকাল সাড়ে ১১টা থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। আর এ কারণে মূল গেটে জমা হয়েছেন মুক্তিযোদ্ধারা।

রোববার ও মঙ্গলবার গেজেট সংন্ত্রান্ত তথ্য দেওয়ার নির্ধারিত দিন। এই দিনেও দর্শনার্থীদের বা তথ্য নিতে আসা লোকজনকে মন্ত্রণালয়ে ঢুকতে না দেওয়ার জন্য মূল ফটক বন্ধ করে রাখা হয়।

রোববার সকালে মুক্তিযুদ্ধ মন্তণালয়ে কর্তব্যরত গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফিরোজ জানান, মন্ত্রি এবং সচিব মন্ত্রণালয়ে আসবেন। তাই গেট বন্ধ রাখা হয়েছে। তারা আসলে গেট খুলে দেওয়া হবে।

এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জরুরি কাজে আসা মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মানুষ বিক্ষুদ্ধ অবস্থায় গেটে ভীড় করে দাঁড়িয়ে রয়েছেন।

11830173_725700997563421_35902693_nনাম প্রকাশে অনিচ্ছুক একজন মুক্তিযোদ্ধা জানান, তার ছেলের চাকরি হয়েছে। সংশোধিত মুক্তিযোদ্ধা সনদ জমা দিতে হবে। কিন্তু সংশাধিত মুক্তিযোদ্ধা সনদ পাচ্ছি না।

তিনি বলেন, ছেলের চাকরি স্থলে গত মে মাসে সংশোধিত মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ ছিল। গত জানুয়ারিতে নামের সংশোধনীর প্রক্রিয়া শুরু করি। গত জুলাই মাসের পাইনি।

অথচ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ই মুক্তিযোদ্ধা সনদে পিতার নাম ভূল করে। মুক্তিবর্তা ও গেজেটে নাম ঠিক থাকলেও মন্ত্রণালয় এই ভুল করেছে সার্টিফিকেটে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেয়া একটা পর্যন্ত মন্ত্রী-সচিব না থাকায় মন্ত্রণালয়ের গেট বন্ধ রাখা হয়।

ঢাকা জার্নাল,  আগস্ট ৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.