শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

তথ্যমন্ত্রীর বাসায় ককটেল বিস্ফোরণ: দুই ছাত্রদল নেতার স্বীকারোক্তি

DB-arrest-bg20130630072009ঢাকা জার্ন‍াল: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় রিমান্ডে থাকা দুই ছাত্রদল নেতা আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামিরা হলেন, মাহবুবুল আলম ও আকিল মাহমুদ। মাহবুবুল তিতুমীর কলেজ থেকে এ বছর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং আকিল ম্যানেজমেন্টে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। আকিল কেন্দ্রীয় ছাত্রদল ও মাহবুব মহানগর উত্তর ছাত্রদলের সদস্য।

রোববার তারা ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহর আদালতে এ জবানবন্দি প্রদান করেন।

এর আগে গত ২৫ জুন তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

কিন্তু রিমান্ড শেষ হওয়ার আগেই আসামিরা দোষ স্বীকার করতে রাজি হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর নিবারণ চন্দ্র বর্মন তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রদলের ওই দুই কর্মীকে গত ২৪ জুন রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

গত ৯ জুন দুপুরে তথ্যমন্ত্রীর দারুসসালাম এলাকার ইস্টার্ন হাউজিং-১ এর হাসনা হেনা নামক বাসভবনে তিনটি ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে বাসার দেওয়ালে লাগে দু’টি, অন্যটি বাসার সামনে বিস্ফোরিত হয়। এতে বাসার জানালার কয়েকটি কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

ঢাকা জার্ন‍াল, জুন ৩০, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.