Lead

ঢাকা ছেড়েছে অন্তত ৭৩ লাখ মানুষ

ঈদের আগে মাত্র চার দিনে ঢাকা ছেড়ে যাওয়া মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ লাখে।

রোববার (০১ মে) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফাই ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

তিনি আরও লেখেন, গত ২৯ থেকে ৩০ এপ্রিল ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ১৮ লাখ ৬২ হাজার ১৩৬। রবির সিম ব্যবহারকারী ১১ লাখ ৭৬ হাজার ৩৪০, বাংলালিংকের সিম ব্যবহারকারী ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৪৩ হাজার ৮ জন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দু’বছর চলাচলের ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল। এবার আর সে পরিস্থিতি নেই। তাই এবার ঘরমুখো মানুষের স্রোত বৃ।দ্ধি পেয়েছে