সব সংবাদ

ঢাকার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা

cjmd_ঢাকা জার্নাল: ঢাকার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জেসমিন আরা বেগম। সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বর্তমানে তিনি ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে কর্মরত আছেন।

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা বিষয়টি জানান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ২০ মার্চ ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে ক্ষমতা হস্তান্তর করে এ পদে যোগ দেবেন জেসমিন আরা।

বিকাশ কুমার সাহা জানান, সারাদেশে গত কয়েক বছর ধরে বিভিন্ন জেলায় ১৫ জনের বেশি নারী জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ঢাকায় এবারই প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলো।

ঢাকার বাইরে টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন নারী।

সংশ্লিষ্টরা বলছেন, জেসমিন আরা বেগম একজন সৎ,, যোগ্য ও দক্ষ বিচারক। গত ডিসেম্বরে ঢাকার অবকাশকালীন মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন আইনজীবীদের।

ঢাকার সর্বশেষ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবার রহমান।

তাকে উপসচিব করে আইন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকা জার্নাল. মার্চ১১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.