Leadসংবাদ শিরোনাম

ডিসিসি নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট

HCঢাকা জার্নাল: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করা হয়।

শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারী ব্যারিস্টার গোলাম নবী।

এর আগে গত ১১ জুলাই ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল চেয়ে আইনি নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
ওইদিন রেজিস্ট্রি ডাকযোগে এলজিআরডি সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

আইনজীবীরা হলেন, ব্যারিস্টার গোলাম নবী ও অ্যাডভোকেট আলমগীর হোসেন।

নোটিশ পাঠানোর পরে ব্যারিস্টার গোলাম নবী জানান, এক গেজেটের মাধ্যমে ২০১১ সালের ১ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরশন) ২০০৯ এর ৩৪ ধারায় রয়েছে, ‘নিম্নবর্ণিত সময়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হইবে,যথাঃ- এই আইনের অধীন করপোরেশন, প্রথমবার গঠনের ক্ষেত্রে, এই আইন বলবৎ হইবার পর একশত আশি দিনের মধ্যে।’

তিনি বলেন, কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার পরও নির্বাচন সম্পন্ন করা হয়নি। তাই ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে তফসিল ঘোষণা না করায় হাইকোর্টে রিট করা হয়েছে।

ঢাকা জার্নাল, জুলাই ২৮, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.