ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

ট্রাকে সিলিন্ডার বিস্ফোরণ, চালক-হেলপারের মৃত্যু

Chandina accident1ঢাকা জার্নাল: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে ট্রাকের ভেতরেই পুড়ে মারা গেছেন চালক ও হেলপার।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহজাহাল জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক (ঢাকা-ন-২২৭৮) একমুখি অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বের হওয়ার দরজা বন্ধ হয়ে যায়। এসময় ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে গেলে সিলিন্ডারটিও বিস্ফোরিত হয়। এতে সম্পূর্ণ ট্রাকে আগুন ধরে তারা ভেতরেই পুড়ে মারা যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত কুমার জানান, দুর্ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের মরদেহ চেনার উপায় নেই। এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

ঢাকা জার্নাল, মার্চ ২৫, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.