খেলাসংবাদ শিরোনাম

টেস্টেও দুর্দান্ত মুস্তাফিজ

Mustafijঢাকা জার্নাল: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো অভিষেকের পর এবার টেস্টেও আলো ছড়ালেন বাংলাদেশি বাঁহাতি ফাস্টবোলার মুস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচেই প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাকে দিয়ে টেস্টে উইকেট শিকার শুরু করেন ১৯ বছর বয়সী এই তরুণ।

ম্যাচের ৬০তম এবং নিজের ১৪তম ওভারেই তুলে নেন প্রোটিয়াদের তিন উইকেট। ওভারটির প্রথম বলটি বুঝতে না পেরেই ব্যাট চালিয়ে দেন হাশিম আমলা। ব্যাট ছুঁয়ে আসা বলটি উইকেটের পেছন থেকে তালুবন্দি করতে কোনো বেগ পেতে হয়নি উইকেটরক্ষক লিটন দাসের।

এরপরের বলেই জেপি ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মুস্তাফিজুর। তার ১৪তম ওভারের তৃতীয় বলটিতে ছিল হ্যাটট্রিকের সুযোগ। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান ডি’কক কোনোমতে ওই বলটিতে রেহাই পেলেও পরের বলেই তার অফস্টাম্প উপড়ে দেন মুস্তাফিজ।

এরপর ইনিংসের ৮৪তম ওভারের চতুর্থ বলে প্রোটিয়াদের ইনিংসে একমাত্র অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে সাজঘরে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন মুস্তাফিজ।

সাতক্ষীরা এই বোলিং বিস্ময় প্রথম টেস্টে ১৭.৪ ওভার বল করে ৬টি মেডেন দিয়ে ৩৭ রান খরচে তুলে নিয়েছেন ৪টি উইকেট ।

ঢাকা জার্নাল, জুলাই ২১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.