Leadখেলাসংবাদ শিরোনাম

টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা

matchঢাকা জার্নাল: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে আরেকমার মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ডেভিড বুন, দুই ফিল্ড আম্পায়ার শরফুদৌল্লা এবং মাইকেল গফ। সুপার সপার দিয়ে দ্রুত মাঠ শুকানোর কাজ করেন গ্রাউন্ডসম্যানরা।

পর্যবেক্ষন শেষে তারা সিদ্ধান্ত নেন দল ৪০ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে। টস হবে ৫টা ১০ মিনিটে। আর ম্যাচ শুরু হবে ৫টা ৪০ মিনিটে। পাওয়ার প্লে প্রথম ৮ ওভার। ৩২ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত (৮ ওভার) ৩০ গজের বাইরে পাঁচ ফিল্ডার দাঁড়াতে পারবে।

ঘরের মাঠে শেষ ১১ ওয়ানডের ১০টিতেই জিতেছে বাংলাদেশ। জিতেছে টানা তিনটি সিরিজ। জিম্বাবুয়ে, পাকিস্তানকে বাংলাওয়াশের পর দাপটের সঙ্গে ভারতকে সিরিজ হারিয়েছে ২-১ ব্যবধানে। ওয়ানডেতে ঘরের মাঠে এতসব সাফল্যের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় তুলে নিতে প্রস্তুত বদলে যাওয়া টাইগাররা।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি  হয়েছে ১৪ বার। তাতে বলার মতো সাফল্য নেই বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে একটি মাত্র জয় টাইগারদের। সেটিও আট বছর আগে, ২০০৭ বিশ্বকাপে। দুই দলের মাঝে সর্বশেষ দেখা ২০১১ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। মিরপুরে অনুষ্ঠিত সে ম্যাচে বাংলাদেশ হারে ২০৬ রানের বিশাল ব্যবধানে। ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল তিনটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় খেলা বিলম্বে শুরু হয়। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণের কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ারও আশঙ্কা জাগে। মাঠে বল গড়ানোর সম্ভাবনা থাকলেও যেকোনো সময়ই আবারো বৃষ্টি নামার আশঙ্কা থেকেই যাচ্ছে।

দুপুর সাড়ে তিনটার পর মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ডেভিড বুন ও কিউরেটার গামিনী ডি সিলভা। তাদের অনুমতি সাপেক্ষে গ্রাউন্ডম্যানরা মাঠ খেলার উপযোগী করার কাজ করেন।

গত ভারত সিরিজের তিনটি ওয়ানডেতেই রিজার্ভ ডে ছিল। তবে, প্রোটিয়াদের বিপক্ষে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শেষ না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।

দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, রুবেল হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানি ও মাহমুদুল্লাহ রিয়াদ।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, মরনে মরকেল, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও রায়ান ম্যাকলারেন।

ঢাকা জার্নাল, জুলাই ১০, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.