খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, শুরুতেই চাপে পড়েছে ভারত

ঢাকা জার্নাল ডেস্ক

চেন্নাইয়ের মাঠে আজ (বৃহস্পতিবার) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন। হাসান মাহমুদের বোলিং তোপের মুখে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে আছে ভারত।

শান্তর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বলেছেন যে তিনিও টসে জিতলে শুরুতে ফিল্ডিংটাই বেছে নিতেন। অন্যদিকে চিপকে আজ নতুন একটা রেকর্ডও হলো। ১৯৮২ সালের পর আজকের এই টেস্টের আগ পর্যন্ত কোনো অধিনায়ক টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেননি।

ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় ভারত। ব্যক্তিগত ৬ রান করে ফেরত গেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শুবমান গিলও রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন। তিনটি উইকেটই শিকার করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ভারতের দলীয় রান তিন উইকেট হারিয়ে ৫০ রান।

বাংলাদেশ একাদশঃ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ভারত একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরাহ।