Leadসব সংবাদ

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে খেলবেন সাকিব

sakibঢাকা জার্নাল : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)  খেলার সুবাদে যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ পেতে যাচ্ছেন সাকিব আল হাসান।

এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্লোরিডার লাউডারহিল স্টেডিয়ামে সিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ১০ হাজার।

সিপিএলের চতুর্থ আসরে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলবেন সাকিব। ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকান দলটি। সাকিবের সঙ্গে এ দলটিতে রয়েছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা ও আন্দ্রে রাসেল। এছাড়া শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমও আছেন জ্যামাইকান দলটিতে।

যুক্তরাষ্ট্রে সাকিবের দলের প্রথম ম্যাচ ৩০ জুলাই। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া জাকস। পরদিন একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে জ্যামাইকা তালাওয়াস। ২০১৩ সালে সাকিবের বর্তমান দল সিপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল। তবে সেবার সাকিব বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন। ২০১৪ সালে একই দলের বিপক্ষে সাকিবের খেলার কথা থাকলেও ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র পাননি সাকিব।

এবার সিপিএলের ক্রিকেটারদের সম্ভাব্য খসড়া তালিকায় বাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসরা থাকলেও সাকিব ছাড়া অন্যরা কেউ দল পাননি।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.