Leadসব সংবাদ

জীবনের নিরাপত্তা চেয়ে সুলতানা কামালের জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। শনিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন এই মানবাধিকারকর্মী। জিডির নম্বর ১০৭১।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুলতানা কামাল হুমকি সংবলিত একটি বার্তা পেয়েছেন। সে জন্য থানায় গিয়ে একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

চলতি বছরের মার্চ মাসেও জঙ্গিদের টেলিগ্রামভিত্তিক প্রপাগান্ডা চ্যানেলে লোন উলফ নামে একটি অনলাইন ম্যাগাজিনে হত্যার জন্য টার্গেট হিসেবে তার নাম উল্লেখ করা হয়।

ধানমন্ডি থানার এসআই হারুন উর রশীদ জানান, জিডি দায়েরের পর তার বাসায় পুলিশ পাঠানো হয়েছিল। এখন থেকে প্রতিদিন তার বাসায় পুলিশ নজরদারি করবে। তাকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।