রাজনীতি

জামিনে মুক্তি পেলেন রিজভী

দীর্ঘ ৪ মাস ১৮ দিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রুহুল কবির রিজভী আহমেদের জামিননামা কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বছর ৭ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে রুহুল কবির রিজভীকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। ওই সময় বিএনপি ঘোষিত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের জন্য দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিএনপির নেতাকর্মীদের আক্রমণের অভিযোগে রিজভীসহ অনেক সিনিয়র নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।কারাগার থেকে বের হওয়ার পর