ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন : গণজাগরণ মঞ্চ

02গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, জামায়াতে ইসলাম তাদের কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে একটি অবৈধ সংগঠনে পরিণত হয়েছে। তাই আর কালক্ষেপণ না করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াতে ইসলাম। জামায়াতের এ হরতালের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে ইমরান এইচ সরকার এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই এ হরতাল মন্তব্য করে তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে এই হরতাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবৈধ একটি সংগঠনের হরতাল ডাকার কোনো অধিকার রয়েছে বলে আমি মনে করি না। হরতালের নামে রাজপথে নেমে কোনো ধরনের সহিংসতা করার অধিকার কারও নেই। তিনি বলেন, সম্প্রতি লেখক, প্রকাশক, ব্লগার হত্যাকাণ্ডে যারাই গ্রেপ্তার হয়েছে, তারা জামায়াতা-শিবিরের কর্মী। এ থেকে বুঝা যায়, যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই আর কালক্ষেপণ না করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি। সাধারণ মানুষ জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, তাদের ডাকা হরতাল সফল হয়নি। সারা দেশে আমাদের সকল কর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা হরতালের প্রতিবাদে রাজপথে আছেন। যেখানেই সহিংসতার চেষ্টা করা হবে সেখানেই দুষ্কৃতকারীদের ধরে আইনের কাছে সোপর্দ করা হবে। রায় কার্যকরে কালক্ষেপণ করা হলে সেই স্বাধীনতাবিরোধী শক্তি সহিংসতার সুযোগ নেবে উল্লেখ করে তিনি আরও বলেন, যেহেতু সকল আইনি প্রক্রিয়া শেষ এবং কুখ্যাত দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে আছে, তাই দ্রুত রায় কার্যকর করুন। যতদিন এই রায় কার্যকর না হবে ততদিন গণজাগরণ মঞ্চ রাজপথে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চ বৃহস্পতিবার সকাল থেকেই হরতালের প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছে। এ ছাড়া মঞ্চের কর্মীরা দফায় দফায় হরতালবিরোধী মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই শাহবাগ এলাকার হরতাল পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। এ সময় হরতালের প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.