রাজনীতিসংবাদ শিরোনামসব সংবাদ

‘জামায়াতেরও বিচার হবে’

19ঢাকা: জামায়াত যুদ্ধাপরাধীদের দল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো যুদ্ধাপরাধীদের দল এ দেশে রাজনীতি করতে পারবে না, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত সমন্বয় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। আলোচনা সভাটি বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজন করে।
এসময় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও  মুজাহিদের প্রাণভিক্ষার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতির কাছে তারা প্রাণভিক্ষা চেয়েছে, কারণ তারাই যুদ্ধাপরাধী। এটা ক্ষমা করার বিষয় ছিল না। তাই রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করেন নি।

তিনি আরও বলেন, বাকি যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। কেউ পার পাবেন না।
প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় ছিলেন বলেই বিচার কার্যক্রম সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট সচিব, বাণিজ্য-খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা বিভাগীয় কমিশনার, পরিবহন স্টোক হোল্ডাররা।
সভাটি পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে করণীয় নির্ধারণে আয়োজিত হয়।

নভেম্বর ২২, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.