আইন-আদালতসব সংবাদ

জাপানি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক ৩

রংপুরে জাপানি নাগরিক হোশিও কোনি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলার নয়াগোলায় এলাকা থেকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প বৃহস্পতিবার দিবাগত 52রা্ত তিটার দিকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও একটি চাপাতি উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে আটককৃতদের বাড়ি রংপুরে।আটককৃতরা হোশি কোনিও হত্যাকাণ্ডের পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলায় আত্মগোপনে ছিলেন বলে দাবি র‌্যাবের। র‌্যাব-৫ সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা ৩ রংপুরের নাগরিককে একটি পিস্তল, একটি রিভলবার ও একটি চাপাতিসহ আটক করে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও। এ ঘটনায় ওই দিনই বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লব ও হুমাযুন কবীর হীরাকে আটক করে পুলিশ। একই ঘটনায় গত ৮ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ এবং ক্রেডিট কার্ড এক্সিকিউটিভ এইচএম শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রংপুর জেলা পুলিশ। পরে ৯ অক্টোবর তাদের রংপুরে জিজ্ঞাসাবাদ শেষে ১০ অক্টোবর সকালে নাহিদ ও শাহরিয়ারকে পুলিশ ছেড়ে দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.