Leadখেলা

জয়সওয়াল তাণ্ডবে ভারতের উড়ন্ত সূচনা

ঢাকা জার্নাল ডেস্ক

কানপুর টেস্টে আজ (সোমবার) লাঞ্চের পরপরই অলআউট হয় বাংলদেশ। স্কোরবোর্ডে রান তখন ২৩৩। জবাবে ব্যাট হাতে নেমেই ঝড় বইয়ে দেন স্বাগতিক দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৩ ওভারেই ৫১ রান তুলে ফেলে ভারত। ওভারপ্রতি রান ১৭। আর তাতেই টেস্ট ক্রিকেটের দ্রুততম দলীয় পঞ্চাশের রেকর্ড গড়ল স্বাগতিকরা।

বাংলাদেশের ইনিংসে প্রাপ্তি বলতে মুমিনুল হকের সেঞ্চুরি। এছাড়া কেউ ব্যাট হাতে কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

অপরদিকে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ব্যাট হাতে নেমেই নিজেদের দাপট দেখিয়ে যাচ্ছে ভারত। বৃষ্টি আর ভেজা মাঠের কারণে কানপুর টেস্টের দুই দিন মাঠেই গড়ায়নি খেলা। এমন পরিস্থিতিতে ড্রয়ের দিকেই যেন যাচ্ছিল চলমান টেস্ট। অবশ্য ভারত চায় ম্যাচের ফলাফল, তাই তো মরিয়া হয়ে উঠেছেন দলটির ব্যাটাররা!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভার শেষে ১১০ রান, হারিয়েছে কেবল একটি উইকেট। ৬৯ রানে জয়সওয়াল এবং ১৬ রানে অপরাজিত আছেন শুবমান গিল।