সংবাদ শিরোনামসব সংবাদ

জব্দ করা সোনা নিয়ে পালালো পুলিশ

23বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে পালানোর অভিযোগে বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিককে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মামলাটি রেকর্ড করা হয়।
এএসআই রফিক নড়াইলের তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পোর্ট থানার পুলিশের এএসআই রফিকসহ ও পুলিশের অপর দুই সদস্য সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রামের সাইদুর মল্লিকের ছেলে রেজাউলকে (২৮) আটক করে থানায় নিয়ে আসেন। পরে সন্ধ্যার পর থেকে এএসআই রফিককে আর পাওয়া যাচ্ছিলো না।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান  বলেন, জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে এএসআই রফিক পালিয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।  এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডিসেম্বর ১৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.