শিক্ষা-সংস্কৃতি

জবিতে প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার (২০২১-২২) কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে একযোগে পরীক্ষা নেয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ হাজার ৯২৭ জন শিক্ষার্থীর কেন্দ্র পড়েছে। এতে প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযোগে আবির নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জানা যায়, সেজান মাহফুজ (রোল: ৩০৯৯৭৬) নামের এক শিক্ষার্থীর প্রক্সি দিতে আবির আসলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সন্দেহজনকভাবে আবিরকে পরীক্ষার শেষ দিকে আটক করেন। এ সময় আবিরের কাছ থেকে একটি মোবাইল, ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়। ব্যাংক কার্ডে ২৬ লাখ টাকা আছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘এ ছেলেকে সন্দেহজনকভাবে প্রক্টরিয়াল বডির সদস্যরা আটক করে। ওর কাছ থেকে আমরা যা উদ্ধার করেছি প্রাথমিকভাবে তাতে প্রক্সি দেয়ার সত্যতা মিলেছে। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।’