শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

জননী সাহসিকা সুফিয়া কামাল স্মরণ

30ঢাকা: স্মারক বক্তৃতা, সঙ্গীত, শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে জননী সাহসিকা কবি সুফিয়া কামালকে স্মরণ করেছে ছায়ানট।

শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামালের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেনের সুরে মহীয়সী সুফিয়া কামালকে স্মরণ করেন সংগঠনটির শিল্পীরা।

অনুষ্ঠানে সুফিয়া কামালকে নিবেদিত সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। সুফিয়া কামাল স্মারক বক্তৃতা দেন নারীনেত্রী আয়েশা খানম ও সংগঠনের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী।
‘আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না/ অলস স্তুতিগানে তাঁর আসন টলবে না রে টলবে না’ সমবেত কণ্ঠে এই গানটির মধ্য দিয়েই সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন ছায়ানটের শিল্পীরা।

অনুষ্ঠানের একক পরিবেশনায় সুমন চৌধুরী পরিবেশন করেন ‘ঐ মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে, মধুর তান’ এ গানটি। তৃপ্তি খান গেয়ে শোনান ‘সে কেন দেখা দিলো রে’। অদিতি মহসিন গেয়েছেন ‘আজি তোমার কাছে’, কল্পনা আনাম পরিবেশন করেন আমি অকৃতি অধম’ ইত্যাদি।

এ আয়োজনে অন্যান্যের মাঝে সঙ্গীত পরিবেশন করেন লাইসা আহমদ লিসা, কাঞ্চন মোস্তফা, নীলোৎপল সাধ্য, ফারহানা আক্তার শ্যার্লি, আজিজুর রহমান তুহিন ও ইফ্ফাত আরা দেওয়ান প্রমুখ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় জননী সাহসিকা সুফিয়া কামাল স্মরণের এই আয়োজন।
এর আগে সকাল নয়টায় সুফিয়া কামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.