খেলাশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

অবসরের ঘোষণা টেন্ডুলকারের

Sachin-Tendulkar
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শচীন টেন্ডুলকার। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’তম টেস্ট খেলে বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানবেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ভারতের এই ব্যাটিং কিংবদন্তি এ ঘোষণা দেন।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে ভারত। ঐ দুটি টেস্ট খেললেই প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার অসাধারণ এই রেকর্ড গড়বেন টেন্ডুলকার। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না ৪০ বছর বয়সী টেন্ডুলকারকে। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে একশ’টি শতকের মালিক টেন্ডুলকার বলেন, “সারা জীবন ধরে আমার একটাই স্বপ্ন ছিল- আর তা হলো ভারতের হয়ে ক্রিকেট খেলা। গত ২৪ বছর ধরে প্রতিদিন এই স্বপ্নই আমি দেখেছি।”

ক্রিকেট ছাড়া জীবন কল্পনা করাটাই কষ্টকর বলে জানান টেন্ডুলকার, “দেশের প্রতিনিধিত্ব করা এবং দেশের হয়ে বিশ্বজুড়ে খেলা করা অনেক বড় সম্মানের। ঘরের মাটিতে ২০০তম টেস্ট খেলার অপেক্ষাই আছি আমি। তারপরই অবসরের ঘোষণা দেব।”

এত বছর ধরে পাশে থাকায় এবং খেলা চালিয়ে যেতে সাহায্য করায় বিসিসিআইকে ধন্যবাদ জানান ওয়ানডে ও টেস্টে সর্বোচ্চ রানের মালিক।

“আমাকে বুঝতে পারার জন্য এবং ধৈর্য্য ধরার জন্য আমার পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। সর্বোপরি ভক্ত এবং শুভাকাঙ্খীদেরকে ধন্যবাদ। যাদের প্রার্থনার জোড়েই এতদিন ধরে আমি খেলা চালিয়ে যেতে ও ভালো পারফরর্ম করতে পেরেছি।”

টেস্ট ১৫ হাজার ৮৩৭ ও ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রানের মালিক টেন্ডুলকার গত বছরের ডিসেম্বরে ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.