ছাদখোলা বাসে যাত্রা শুরু শিরোপাজয়ীদের
ঢাকা জার্নাল ডেস্ক
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপাল থেকে তাদের ঢাকায় ফেরার আগেই বিমানবন্দরে অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর ঘণ্টাখানেক পর শুরু হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মুখী যাত্রা।
বিকেল পৌনে চারটা নাগাদ ছাদখোলা বাসে করে যাত্রা শুরু করে সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সাবিনা খাতুনদের গন্তব্য মতিঝিলের বাফুফে ভবন।
বাসটি বিমানবন্দর থেকে সাফজয়ীদের নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠবে। তারপর এফডিসি মোড় নেমে সাত রাস্তা দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল দিয়ে পল্টন নামবে। এরপর নটরডেম কলেজের সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে যাবেন সাবিনা-রুপ্নারা।
ছাদখোলা বাসটির চালকের নাম মো. মেহেদী হাসান। প্রায় ১০ বছর ধরে বিআরটিসির বাস চালাচ্ছেন এই মেহেদী হাসান। তার গ্রামের বাড়ি বরিশাল। আর রাস্তায় তাকে যেকোনো ধরনের তত্ত্বাবধানের জন্য সহযোগী হিসেবে আছেন মো. নাজমুল খান (চালক) ও মো. সুজন (কারিগর)।