চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন 

জুন ১৬, ২০২৪

ঢাকা জার্নাল ডেস্ক:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। 

রোববার (১৬ জুন) সকাল ৯টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদীয়া ফাজিল মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।

এরপর পাশেই আরেকটি মাঠে পৃথক জামাতে ইমামতি করেন, মাওলানা আবু ইয়াহিয়া আল জাকারিয়া মাদানি।

হাজীগঞ্জ ছাড়াও জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অর্ধশত গ্রামেও ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, সারাদেশের একদিন আগে কেন ঈদ উদযাপন—তা নিয়ে ব্যাখা দেন ঈদের জামাতের ইমামসহ উপস্থিত মুসল্লিরা। পরে তারা মহান আল্লাহ্’র সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন।

অন্যদিকে, আগাম ঈদ উদযাপন যারা করছেন—তাদের ঈদের জামাতের সার্বিক নিরাপত্তায় ছিল সংশ্লিষ্ট এলাকার পুলিশ সদস্যরা।