Leadআন্তর্জাতিকশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

চলছে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের প্রস্তুতি

ঢাকা জার্নাল আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতে শুরু হয়ে গেছে নতুন সরকারের শপথগ্রহণের প্রস্তুতি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির অভিষেক আয়োজনে দাওয়াত দেয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে।

এরই মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

সব শঙ্কার অবসান ঘটিয়ে বুধবার (৫ জুন) সন্ধ্যায় নিশ্চিত হয় ‘এনডিএ’ জোটের সব শরীককে সাথে নিয়েই সরকার গঠন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদিকে সমর্থনের ঘোষণা দেন দুই কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়।

এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। ভারতের লোকসভা নির্বাচনে ২৯৩ আসন পেয়ে জয়ী হয় ‘এনডিএ’ জোট। এককভাবে বিজেপি পেয়েছে ২৪০ আসন। রাহুল গান্ধির ‘ইনডিয়া’ জোটের ঝুলিতে গেছে ২৩২ আসন।