Leadশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ২

ঢাকা জার্নাল রিপোর্ট:

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের অনলাইন ভার্সনে বলা হয়েছে, চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের অভিযোগ- হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

নিহত শিক্ষার্থীর নাম আকরাম বলে জানা গেছে। তবে নিহত আরেকজন শ্রমিক বলে জানা গেছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে লাঠিসোঁটা নিয়ে হামলা করলেও পরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তারাই ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

দু’জন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আমরা মৃত্যুর তথ্য পেয়েছি। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।