সংবাদ শিরোনামসব সংবাদ

গণজাগরণের কফিন মিছিলে পুলিশের বাধা

30ঢাকা: প্রকাশক, লেখক, ব্লগারসহ একের পর এক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট পেরিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।  বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ছয়টি কফিন নিয়ে এ মিছিল বের হয়। এখন গণজাগরণের কর্মীরা সেখানেই অবস্থান নিয়েছে।

মিছিলে রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপ্যাধায় ওরফে নীলয় নীল ও সর্বশেষ ফয়সাল আরেফীন দীপনের হত্যার প্রতিবাদে ছয়টি কফিন সাজানো  হয়েছে। এ ছাড়া ‘পরবর্তী টার্গেট কে’ লেখা প্ল্যাকার্ড বহন করছেন মঞ্চের নেতাকর্মীরা।

মিছিলে ‘মুক্তচিন্তায় হামলা, রুখে দাঁড়াও বাংলা’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘বাধা এলে বাধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে’, ‘চলছে লড়াই চলবে, শাহবাগ জিতবে’, ‘একাত্তর স্মরণে ভয় করি না মরণে’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

একই দাবিতে গত মঙ্গলবার গণজাগরণ মঞ্চের আহ্বানে সারা দেশে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.