সংবাদ শিরোনামসব সংবাদ

কয়লাভিক্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি

31বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ মালিকানায় কক্সবাজারের মাতারবাড়িতে কয়লাভিক্তিক ৭০০ মেগাওয়াটের দুটি (১৪০০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা সই হয়েছে। রাজধানীর বিদ্যুৎভবনে আজ বুধবার দুপুরে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ ও সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেমবেকোর্প ইউটিলিটিজ লিমিটেডের মধ্যে এ সমঝোতা চুক্তি সই (এমওইউ) হয়। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির এমডি মো. আবুল কাশেম ও সেমবেকোর্প ইউটিলিটিজ-এর পক্ষে সংস্থাটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টান চেং গুয়ান (Tan cheng guan) চুক্তিতে স্বাক্ষর করেন। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ৫০ শতাংশ অর্থায়ন করবে সিঙ্গাপুর এবং বাকি ৫০ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ। এর মালিকানায়ও থাকবে দুই দেশের সমান অধিকার। ২০২২ সালে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে বলে চুক্তি অনুষ্ঠানে জানানো হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমবেকোর্প ইউটিলিটিজ-এর প্রেসিডেন্ট ও সিইও ট্যাং কিন ফেই (Tang kin Fei), ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের চিফ এক্সিকিউটিভ অফিসার চুয়া টেইক হিম (Chua Taik Him), বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত চ্যান রেং উইং (Chan Reng wing), বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান ড. মাকসুদুল হাসান ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কায়কাউস। –

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.