Leadসংবাদ শিরোনামসব সংবাদ

কিছু ক্লু পাওয়া গেছে, জানালেন প্রধানমন্ত্রী

kerry-Hasinaঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন, কলাবাগানে জোড়াখুনের ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে। আশা করি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৪ মিনিটে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে জন কেরি ওই হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করার পর প্রধানমন্ত্রী তাকে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, জন কেরি রাত ৯টা ৪ মিনিটে কল করে ৯টা ২০ পর্যন্ত ১৬ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

কুশল বিনিময়ের পরে জন কেরি সম্প্রতি কলাবাগানে হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জুলহাস মান্নান ছিলেন তাদের সহকর্মী।

জন কেরি হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় কলাবাগানের ওই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় তাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করায় কেরিকে  ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিই অনুসরণ করছি।

তিনি বলেন, আমাদের আইন শৃঙ্খলরক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, যে কোনও ধরনের হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি।

এসময় তিনি আরও বলেন, কলাবাগানে যে দুজনকে হত্যা করা হয়েছে তাদের একজন আমার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মীয়।

জন কেরিকে প্রধানমন্ত্রী বলেন, আমার পরিবারের সকল সদস্য হত্যাকাণ্ডের শিকার।

২৮ এপ্রিল তার ছোটভাই শেখ জামালের জন্মদিন এ কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার ছোট্ট ভাইকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে নির্মমভাবে হত্যাকরা হয়েছিলো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুইজন হত্যাকারী এখনো যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে রয়েছেন।

তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে জন কেরির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাউন্টার টেরোরিজম বিষয়ে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সহযোগিতার আওতায় ইতোপূর্বে এফবিআই বাংলাদেশে এসেছে। আমি আশা করি কাউন্টার টেরোরিজম বিষয়ক সহযোগিতার ক্ষেত্র অব্যাহত থাকবে।
কোনও তথ্য পেলে তা শেয়ার করা হবে বলেও আশ্বাস দেন শেখ হাসিনা।

জন কেরি এসময় জানান, কাউন্টার টেরোরিজম সংক্রান্ত সহযোগিতা আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়ালকে বাংলাদেশে পাঠাবেন।

প্রধানমন্ত্রী এসময় জন কেরিকে বলেন, ২০১৫ সালে বাংলাদেশে যারা প্রকাশ্যে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারাই এই হত্যাকারীদের মদদ যোগাচ্ছে।

হত্যাকারীরা সফট-টার্গেট কৌশল নিয়েছে জানিয়ে তিনি বলেন, তারা ইমাম, পুরোহিত, পাদ্রিদের হত্যা করছে। এসবগুলোই ঠাণ্ডামাথার হত্যাকাণ্ড।

প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই পরিবারের আট জনকে হত্যার ঘটনায় তার উদ্বেগের কথা জন কেরিকে জানান। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতিকে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধে জানান।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৮, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.