কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৪

জানুয়ারি ২৩, ২০১৬

Canadaআন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে ।

স্থানীয় সময় শুক্রবার পশ্চিমের প্রদেশ সাসকাচুয়েনের লা লচি কমিউনিটি স্কুলে এ ঘটনা ঘটে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, ওই বন্দুকধারী স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। তবে এ ঘটনার পরপর তাকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ১২টিরও বেশি গুলির আওয়াজ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মউরিন লেভি জানান, প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বন্দুকও জব্দ করা হয়েছে। ‘এই মুহূর্তে জননিরাপত্তায় কোনো হুমকি নেই’ বলেও জানান তিনি।

জাস্টিন ট্রুডো এ ঘটনাকে অভিভাবকদের জন্য ‘সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন।

ঢাকা জার্নাল, জানুয়িারি ২৩, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.