আন্তর্জাতিকসংবাদ শিরোনামসব সংবাদ

কাঠবোঝাই ট্রাকে ১ লাখ পিস ইয়াবা, আটক ২

19একটি কাঠবোঝাই ট্রাক থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। প্রায় দুই কোটি টাকা মূল্যের ৯৮ হাজার পিস ইয়াবাসহ ট্রাকের চালক ইউসুফ (২৩) ও সহকারী চালক জাফরকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব। এ ছাড়াও মাদক বিক্রির ৪৯ হাজার ৪৩৯ টাকা ও কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এসব তথ্য জানান। র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ১২টায় লে. কমান্ডার মো. গোলজার হোসেন ও সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ইউসুফ ও জাফর দীর্ঘদিন ধরে ঢাকা-কক্সবাজার রুটে ইয়াবা পরিবহন করে আসছিল। গোয়েন্দা নজরদারীর প্রেক্ষিতে দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-২১০১) পৌঁছলে তার গতিরোধ করে র‌্যাব সদস্যরা। ট্রাকটি তল্লাশি করে ৯৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া ৫২৭ দশমিক ৩ ঘনফুট গর্জন রদ্দা (কাঠ) জব্দ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.