uncategory

করোনা,ছাত্রলীগের উদ্যোগ ও ঘুমন্ত বিবেক

লেখক – ফকরুল শাহীন

করোনা ভাইরাসের দাপটে বিশ্ব আজ বড়ই অসহায়। নিজের প্রাণ বাঁচাতে আমরা এক রকমের বন্দি সময় পাড় করছি। অন্যকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের প্রোফাইলে হ্যাশ ট্যাগে দিয়ে লিখছি “Stay at Home”.

জানি, আমাদের “একাকিত্ব” বা “ঘরে থাকা” পুরো পৃথিবীটাকে করোনারার বিরুদ্ধে বিজয়ী করবে। তবুও নিজের “সেলফফিস” দৃঢ়তাকে উঁকি দিয়ে ক্ষণিকের জন্য বিবেকের মন কাঁদে সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কথা ভেবে। আমরা যারা বস্তার বস্তা চাল-ডাল-তেল কিনে করোনা “উৎযাপন” করছি, বিপরীতে খেটে খাওয়া মানুষ গুলো তখন বলছে ” ভাত দে হারামজাদা,নইলে করোনা খাব”। হ্যাঁ করোনার রক্তচক্ষু তাদের পেটের দাবিকে দাবিয়ে রাখতে পারে নি। তাইতো তারা ছুটছে নিজের ভাত-ডালের সন্ধানে। সেখানে কিসের মাস্ক? কিসের হ্যান্ডসেনিটাইজার?

তবে আমি যখন দেখি নিম্ন আয়ের এস মানুষের পাশে মাস্ক-হ্যান্ডসেনিটাইজার নিয়ে দাঁড়ায় ছাত্রলীগ,তখন পুলকিত হই। আনন্দ-অশ্রু গড়িয়ে পড়ে আমার। এ অশ্রু পিতা মুজিবের চেতনার, এ অশ্রু শৈশব-কৈশর-যৌবনের প্রথম প্রেমের।

নিজের প্রাণ বাঁচাতে ঘরে বসে সবাই যখন ইয়ানাফসি ইয়ানাফসি করছি। ঠিক সেই সময়টাতে নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও সারা দেশের মানুষকে সচেতন করার জন্য মাঠে নেমেছে ছাত্রলীগের কর্মীরা। খেটে খাওয়া মানুষগুলোকে সচেতন ও সুরক্ষিত রাখতে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পৌঁছে দিচ্ছে। কখনো নিজেরা তৈরী করে, কখনো বাজার থেকে নিজের টাকায় কিনে। সারা দেশের সকল ইউনিটের নেতা-কর্মীরা রাস্তার পাশে হাত ধোয়ার ব্যবস্থা করছে। নিজেদের সামার্থ অনুযায়ী সাহায্য করছে।

কিন্তু আপনি আপনারা তাদের এই মহৎ কাজ গুলোকে কখনো উৎসাহ দিয়েছেন? নাকি ছাত্রলীগের এতটুকু ভুল হলে, পান থেকে চুন খসলে আপনি সমালোচনায় মেতে ওঠেন! সামজিক যোগাযোগ মাধ্যমে নীতি বাক্য দিতে থাকেন, আর প্রশ্নের তীর ছুঁড়ে দেন পুরো সংগঠনের ওপর। তাতেও কোন সমস্যা নেই, সমালোচনা করুন, কিন্তু তাদের ভালোকাজে প্রশংসাটুকুও করুন।

বিশ্বাস করুন যখন আপনি /আপনারা জিজ্ঞাস করেন তোমার ছাত্রলীগ নাকি এটা (কোন ত্রুটি বিচ্ছুতি) করেছে? তখন আপনার প্রশ্ন আমার কলিজায় তীরের মতো বিঁধে, আঘাত করে। কারণ, আপনি শুধু ছাত্রলীগের সমালোচনা করতে পারেন, ভালো কাজের প্রশংসা করতে পারেন না। আপনার ঘুমন্ত বিবেক সমালোচনা চেনে প্রশংসা চেনে না।

হয়তো এই লেখা দেখে আপনি বলতে পারেন তোমার কেন লাগে, তুমিতো এখন সংবাদ কর্মী (সাংবাদিক / চাকুরী কর), আমি বলব আমারও যে বিবেক আছে , বিশ্বাস আছে, আছে চেতনা। ছোট বেলা থেকে যে সংগঠনের আদর্শ নিয়ে বড় হয়েছি তাকে নিয়ে আপনার এমন অবিবেচক মন্তব্য সত্যিই কষ্ট লাগে। তবে সত্যি বলতে কি আপনাদের এমন কটু কথা আর সমালোচনায় কখনোই ছাত্রলীগের মনোবল দূর্বল করতে পারেনি, পারবেও না। তাইতো বাংলাদেশের যে কোন আন্দোলন সংগ্রামের সাথে জড়িয়ে আছে ছাত্রলীগ। আজও সারা বিশ্বের মত বাংলাদেশও যখন করোনায় আক্রান্ত, তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রতিটি ইউনিট এক যোগে কাজ করছে। আগামী দিনেও জাতির যে কোন দুর্যোগে ছাত্রলীগ আপনাদের পাশে থাকবে।

জয়বাংলা, জয় বঙ্গবন্ধু

লেখক-সাংবাদিক
ফখরুল শাহীন
সাবেক সহ সম্পাদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
স্টাফ রিপোর্টার
এনটিভি অনলাইন