Leadসংবাদ শিরোনামসব সংবাদ

ঐতিহ্য হিসেবে সংরক্ষণ হবে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি

Mujibঢাকা জার্নাল: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়িটিকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (এপ্রিল ১৮) সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, বাড়িটি পুরনো কাঠামো ঠিক রেখেই এ সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

বৈঠকের সময় প্রজেক্টরে পাওয়ার পয়েন্টে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দেশের খ্যাতনামা স্থাপত্য বিশেষজ্ঞদের দিয়ে এ প্রকল্পটির প্রস্তাব তৈরি করা হয়েছে বলেও ‍উল্লেখ করা হয় বৈঠকে।

বঙ্গবন্ধুর এ পৈতৃক বাড়িটি ১৮৫৪ সালে নির্মিত। ৫-৬ বছর আগেও একবার এই ভবনের সংস্কার কাজ করা হয়। তখন পুরনো কাঠামোর কিছু পরিবর্তন করা হয়। এর ফলে বাড়িটির প্রাচীন ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে বলে জানানো হয় বৈঠকে।

ঢাকা জার্নাল, এপ্রিল ১৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.