সারাদেশ

এলজিইডির নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শুক্রবার (৯ জুন) অনুষ্ঠিত এলজিইডির নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করেছেন পরীক্ষার্থীরা।

এ দিন সকাল ১০টার দিকে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ মিরপুরের ঢাকা কমার্স কলেজের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিলে কলেজের বিপরীত দিকে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। সেখান থেকে মিছিল নিয়ে পরীক্ষার্থীরা রাইনখোলা এলাকার দিকে যান। মানববন্ধন শেষ করে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের দিকে যান তারা।

আসমা নামের এক পরীক্ষার্থী জানান, পরীক্ষা বাতিল চাই, কারণ পরীক্ষার্থীদের কাছে ডিভাইস পাওয়ার পরও কলেজের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রব সেই ডিভাইস ফেরত দিয়ে দেন। আমরা কথা বলতে গেলে আমাদের ধমক দিয়ে বসে চুপচাপ পরীক্ষা দিতে বলেন। এমন প্রহসনের পরীক্ষা বাতিল করতে হবে। কেন্দ্রে মোবাইল ব্যবহার করে পরীক্ষা দিয়েছে। সবখানেই ছিল আসন অব্যবস্থাপনা।