Lead

এমপি একরামুল ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন চাইবেন

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালী-৫ (কবিরহাট ও কোম্পানীগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

নোয়াখালী আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এই সদস্য বলেন, ‘আমার বাড়ি কবিরহাট, এ জন্য আমি অনেক বেশি গর্ববোধ করি। এটা আমার হৃদয়। কবিরহাটের মানুষ ভোট দিয়েছেন। আপনারা কিন্তু কবিরহাটের মানুষকে সে সম্মান দেখাচ্ছেন না। বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত কী হবে আমি জানি না। তবে যদি আপনারা চান, আমি নোয়াখালী-৪ এবং নোয়াখালী-৫ এই দুই আসন থেকে নমিনেশন চাইবো। জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন। আমার কী ইচ্ছে করে না? আমার নিজ এলাকার মানুষকে ভালোবসি। আপনাদেরকে ভালোবাসার জন্য দিছি। কই আপনারাও ভালোবাসা দিচ্ছেন না। আপনারা যদি আমাকে নমিনেশন নেওয়ার জন্য অনুমতি দেন, তাহলে আমাকে হাত তুলে দেখান।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সমর্থন জানান।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে বাবার পরে স্থান দিয়েছি। কিন্তু আপনিতো ধরে রাখতে পারেননি। আপনার আপন ভাইয়ের (আবদুল কাদের মির্জা) কথায় আপনি আমাকে সাধারণ সম্পাদক থেকে বাদ দিয়ে দিলেন। আমাকে বাদ দেননি, সারা নোয়াখালী আওয়ামী লীগ পরিবারকে তছনছ করে দিয়েছেন। আজকে যাকে তাকে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন। আহ্বায়ক হয়ে শুধু বহিষ্কার, বহিষ্কার। আরে কত বহিষ্কার করবেন?’