সংবাদ শিরোনামসব সংবাদ

এখন এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই : দুদক চেয়ারম্যান

dudokদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, প্রতিটি ঘরে-ঘরে ও পরিবারেও দুর্নীতি ঢুকে গেছে। এখন এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতি নেই। আজ রবিবার দুপুরে ময়মনসিংহ শহরের হোটেল আমীর ইন্টারন্যাশনালে জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রজেক্ট আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে আমাদের প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বদিউজ্জামান বলেন, সরকারি প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানে রয়েছে জবাবদিহিতা। প্রতিষ্ঠানগুলোতে এসে সেবাগ্রহীতারা কী ধরনের সহযোগিতা পেয়েছেন বা হয়রানির শিকার হয়েছেন তা জানার জন্য এ গণশুনানির আয়োজন করা হয়। এর আগে দুদক চেয়ারম্যান ‘সবাই মিলে গরব দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ’-শ্লোগানে শহরের মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. মো. শামসুল আরেফিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান খান, দুদক ময়মনসিংহের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হামিদুল হক প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.