শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়াই বুটেক্সে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অ্যাকাডেমিক কাউন্সিলের কোনও ধরনের অনুমোদন ছাড়াই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একক ক্ষমতাবলে সব নিয়মকে পাশ কাটিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নীতিমালার ৪.৪ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, ভর্তি কমিটির সুপারিশ করা ভর্তি নীতিমালা অ্যাকাডেমিক কাউন্সিল দ্বারা অনুমোদিত হতে হবে। সব সময় এই নিয়ম মানা হলেও এবার তার ব্যতিক্রম করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।

এমনকি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নেও নিয়মের বাইরে গিয়ে কাজ করেছেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বছর ২০১০ সাল থেকে শুরু করে প্রতিটি ভর্তি পরীক্ষার মডারেশনে মৌলিক বিজ্ঞান (পদার্থ, রসায়ন, গণিত) ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানদের রাখা হলেও এবার শুধু গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছাড়া অন্য কোনও বিভাগের বিভাগীয় প্রধানদের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে রাখা হয়নি।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অ্যাকাডেমিক কাউন্সিল হয়েছিল ২০১৯ সালের ৩০ জুলাই। সেই কাউন্সিলের কার্যপত্রের কোথায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ের অনুমোদনের বিষয়ে উল্লেখ নেই। আর এখন পর্যন্ত কোনও অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ডাকেননি উপাচার্য।

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের অভিযোগ এভাবে সবাইকে পাশ কাটিয়ে উপাচার্য একা ভর্তি পরীক্ষা নিয়ে নিয়মের বত্যয় ঘটিয়েছেন।

অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা সন্দেহ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতেই উপাচার্য এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষা গত ২৪ জুলাই ১২২তম অ্যাকাডেমিক ডিন ও বিভাগের কমিটিতে ভর্তি কমিটির কীভাবে করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়।  সেখানে সিদ্ধান্ত থাকে এটা অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন করাতে হবে। পরবর্তীতে ৩০ জুলাই আমাদের  ভর্তি কমিটি করা হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন করাতে হবে। পরবর্তীতে গত ৩০ জুলাই অ্যাকডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় ২৪ জুলাইয়ের সেই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। যারা আসল তথ্য না। তথ্যগুলো যারা দিয়েছে, তারা সঠিক দেয়নি।’

তবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)) অ্যাকডেমিক কাউন্সিলে অনুমোদন করার জানালেও খোঁজ নিয়ে তার বিপরীত চিত্র পাওয়া গেছে। জানা গেছে, গত ৩০ জুলাই অ্যাকডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় ওই সিদ্ধান্ত অনুমোদনের কথা বলা হয়।

৪৯তম সভার সিদ্ধান্তে বলা হয়েছে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং  প্রোগ্রামের ২০১৯-২০১০ সেশনের ভর্তি কমিটি ডিন ও বিভাগীয় প্রধানগণের কমিটির সদস্যবৃন্দ এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ে গঠন করার সিদ্ধান্ত হয় যা পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় অনুমোদন করা হবে।  

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ হাজার ২০৩ জন পরীক্ষার্থী। তেজগাঁওয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও রাজধানীর আরও তিনটি কেন্দ্রে শুক্রবার (১৫ নভেম্বর) একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা জার্নাল, নভেম্বর ১৫, ২০১৯