uncategory

একযুক পর খালেদার বাসায় বি. চৌধুরী

ঢাকা জার্নাল: প্রায় এক যুগেরও বেশি সময পর খালেদা জিয়া পা রাখলেন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা মহাসচিব বি. চৌধুরীর বাসায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে যান। মঙ্গলবার রাত সোয়া ৮টায়।

বদরুদ্দোজা চৌধুরীর ১২ নম্বর রোডের ১৯ নম্বর বারিধারার বাসায় যান খালেদা জিয়া। এসময় অসুস্থ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান শেষে রাত সোয়া ৯টার দিকে তিনি বদরুদ্দোজার বাসভবন ত্যাগ করেন।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বাংলামেইলকে জানান,  মঙ্গলবার খালেদা জিয়া রাত ৮টা ১২ মিনিটে বি. চৌধুরীর বাসভবনে আসেন এবং ৯টা ১২ মিনিটে চলে যান। দুই নেতা একান্তে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডা. বি চৌধুরী বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন।

এর আগে, বেগম খালেদা জিয়া বি. চৌধুরীর বাসায় পৌঁছলে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান। এ সময় ঢাকা মহানগর বিকল্পধারার সভাপতি মাহবুব আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১৯, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.