Lead

এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ডিএমপির নিষেধাজ্ঞা

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সবার চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোয় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। এর অংশ হিসেবে সকল কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। পরীক্ষার দিনগুলোতে এই আদেশ বহাল থাকবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে এইচএসসিসমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ২ হাজার ৬২১টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এই পরীক্ষায় পরীক্ষার্থী মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ও ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।  বিদেশের আটটি কেন্দ্রেও এবার এইচএসসিতে ৪০৬ জন পরীক্ষা দেবে। করোনার মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া অনুষ্ঠিত হচ্ছে।